টাকার অভাবে বিয়ে করতে পারছেন না সালমান!
কখনও ঐশ্বর্যা রাই, কখনও ক্যাটরিনা কাইফ বা তারও আগে সোমি আলি, সঙ্গীতা বিজলানি— এমন অনেক নায়িকার সঙ্গেই সালমান খানের সম্পর্কের কথা শোনা গেছে। কিন্তু তাদের কারও সঙ্গেই শেষ পর্যন্ত বিয়ে হয়নি তার।
হালের রোমানিয়ান গার্লফ্রেন্ড য়ুলিয়া ভানটুরের সঙ্গে প্রেমের গসিপ থাকলেও তা বিয়ে পর্যন্ত গড়ায়নি। তবে বয়স তো আর থেমে থাকেনা। বয়সের দিক থেকে ইতিমধ্যে হাফ সেঞ্চুরি পেরিয়েছেন এ তারকা। তবে এখনো ‘ব্যাচেলার’ তকমাটা ঘোচাতে পারেননি ভাইজান।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে আবারো এই প্রশ্নের মুখে পড়েন সালমান। তখন তিনি বলেন, ‘বিয়ে এখন অনেক বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কাউকে বিয়ে করতে লাখ লাখ কোটি কোটি অর্থ খরচ করতে হয়। আমার এই সামর্থ্য নেই। এ কারণেই আমি এখনো সিঙ্গেল।’
কিছুদিন আগে বিয়ে না করার কারণ সম্পর্কে সালমান খান বলেছিলেন, ‘বিয়ে করা মানে টাকার অপচয়। আমি আর ভালোবাসাতেও বিশ্বাস করি না। আমার তো মনে হয়, ভালবাসা শব্দটারই তো থাকার কোনো কারণ নেই। আসল শব্দটা হওয়া উচিত প্রয়োজনীয়তা। জীবনের এক এক মুহূর্তে মানুষের এক একজনকে প্রয়োজন হয়। তখন সেই সম্পর্ককেই লোকে প্রেম বলে গুলিয়ে ফেলে। যখন যাকে প্রয়োজন, তখন তাকে ভালোবাস। সুতরাং এই দুটো একই।’