“ভালোবাসা দিবসে” অনলাইনে ভাড়া পাওয়া যাচ্ছে গার্লফ্রেন্ড!
হেড লাইন পড়ে মনে করছেন একি করে সম্ভব , আসলে দিন বদাচ্ছে বদলাচ্ছে চিন্তা ধারাও, আসলে এই শহরে ক্যাটরিনা, জারিন, বিপাশারা মত দেখতে মেয়েরা অপেক্ষায় থাকে এমন একটি দিনের জন্য যেখানে তাদের ভাড়াটে প্রেমিকদের পাওয়া যাবে , অর্থাৎ যেকোন পুজোর মরসুম কিংবা প্রেমের দিন । ঘণ্টা চুক্তিতে চলে তাদের প্রেম। ৫০ টাকায় গল্প করা, ১০০ টাকায় হাত ধরা ও চুমুতে ২০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।
টাকার পরিমাণ বাড়লে মিলবে অন্তরঙ্গ হওয়ার সুযোগও। এ প্রেমের সিমানা থাকে পার্ক, সিনেমা হল বিভিন্ন ঘোরার জায়গা । ৪০০ থেকে ৫০০ টাকায় মিলে সিনেমা হলের আড়াই ঘণ্টার প্রেম। এ সময়ের মধ্যে প্রেমিকার সঙ্গে বলা যাবে যে কোনো কথা; প্রেমিকা উত্তর দিতেও বাধ্য। বিছানায় যাওয়া ছাড়া যে কোনো আবদার মেটাবে ওই তরুণী।
খোঁজ নিয়ে জানা গিয়েছে, অভাবে পড়ে ব্যাচেলার মেয়েদের এটি একটি নতুন পন্থা । তারা নিজেরাই নাম দিয়েছে ভাড়াটে প্রেমিকা বলে । এদের গায়ের রঙ ফর্সা ,বয়স ২৫ এর নিচে । এই বিষয়ে আরও তদন্ত করে জানা গিয়েছে, শহরের ব্যাচেলার ছেলেরাই এসব প্রেমিকাদের ভাড়া করে থাকেন । এদের নিয়ে পার্ক, সিনেমাহল, এবং বিভিন্ন জায়াগায় ঘুরে বেরায় । তবে ভাড়াটে প্রেমিকাদের শহরের সিনেমা হলের সামনেই বেশি দেখা যায় ।শুধু ঘুরতে যাওয়া নয় শহরের ব্যাচেলার ছেলেরা এদের সঙ্গে বেশ রোমান্টিক হয়ে যান । এতে ভাড়াটে মেয়ের কোন দ্বিমতের সৃষ্টি হয় না , এমনটাই জানিয়েছেন নাম জানানো অনিচ্ছুক সেই মেয়েটি , তিনি আরও জানান, আমরা এসব কাজ মানিব্যাগে টাকা না থাকার কারনে করি, বাবা অল্প সংখ্যক টাকা পাঠায় শহরে থাকা ও পড়াশুনো করবার জন্য তা দিয়ে আমাদের চলে না । তাই আমার এক বান্ধবি এই কাজের খোঁজ দিয়েছেন । বছর খানেক ধরে এসব কাজ করছি । কিন্তু আমি পেশাদার নই , শুধু টাকার জন্য এসব করি ! কিন্তু এখন আমি ভার্জিনিটি নষ্ট করিনি । আর মাসে আমরা ১০ থেকে ১২ দিন কাজ করি তাতেই সব খরচ চলে যায়। বাবার কাছ থেকে টাকা চাইতে হয় না । আমাদের সংবাদদাতা তখন তাদেরকে বলে তোমাদের কিভাবে চিনবে তারা , তার উত্তরে সেই একটি কথাই বলল আমাদের চোখের ইশারাই যথেষ্ট দাদা । এই উত্তর শুনে আমরা তখন তাকে ফের একবার প্রশ্ন করি, কবে ছাড়ছো এসব, আর ষে প্রত্যুত্তরে জানায় যবে চাকরি পাবো দাদা ,
প্রসঙ্গত, এই খবরটি যারা পড়েছেন তারা একবার জন্যই এদিকে যাবেন না , কারন এসব নেশা সিগারেটের নেশা থেকে মারাত্মক । একটা কথাই মনে নিয়ে চলবেন পৃথিবীতে এসেছেন ঈশ্বর কাউকে না কাউকে পাঠিয়েছে আপনাদের জন্য । অপেক্ষায় থাকুন একদিন নিশ্চয়ই পাবেন ।
টাকার পরিমাণ বাড়লে মিলবে অন্তরঙ্গ হওয়ার সুযোগও। এ প্রেমের সিমানা থাকে পার্ক, সিনেমা হল বিভিন্ন ঘোরার জায়গা । ৪০০ থেকে ৫০০ টাকায় মিলে সিনেমা হলের আড়াই ঘণ্টার প্রেম। এ সময়ের মধ্যে প্রেমিকার সঙ্গে বলা যাবে যে কোনো কথা; প্রেমিকা উত্তর দিতেও বাধ্য। বিছানায় যাওয়া ছাড়া যে কোনো আবদার মেটাবে ওই তরুণী।
খোঁজ নিয়ে জানা গিয়েছে, অভাবে পড়ে ব্যাচেলার মেয়েদের এটি একটি নতুন পন্থা । তারা নিজেরাই নাম দিয়েছে ভাড়াটে প্রেমিকা বলে । এদের গায়ের রঙ ফর্সা ,বয়স ২৫ এর নিচে । এই বিষয়ে আরও তদন্ত করে জানা গিয়েছে, শহরের ব্যাচেলার ছেলেরাই এসব প্রেমিকাদের ভাড়া করে থাকেন । এদের নিয়ে পার্ক, সিনেমাহল, এবং বিভিন্ন জায়াগায় ঘুরে বেরায় । তবে ভাড়াটে প্রেমিকাদের শহরের সিনেমা হলের সামনেই বেশি দেখা যায় ।শুধু ঘুরতে যাওয়া নয় শহরের ব্যাচেলার ছেলেরা এদের সঙ্গে বেশ রোমান্টিক হয়ে যান । এতে ভাড়াটে মেয়ের কোন দ্বিমতের সৃষ্টি হয় না , এমনটাই জানিয়েছেন নাম জানানো অনিচ্ছুক সেই মেয়েটি , তিনি আরও জানান, আমরা এসব কাজ মানিব্যাগে টাকা না থাকার কারনে করি, বাবা অল্প সংখ্যক টাকা পাঠায় শহরে থাকা ও পড়াশুনো করবার জন্য তা দিয়ে আমাদের চলে না । তাই আমার এক বান্ধবি এই কাজের খোঁজ দিয়েছেন । বছর খানেক ধরে এসব কাজ করছি । কিন্তু আমি পেশাদার নই , শুধু টাকার জন্য এসব করি ! কিন্তু এখন আমি ভার্জিনিটি নষ্ট করিনি । আর মাসে আমরা ১০ থেকে ১২ দিন কাজ করি তাতেই সব খরচ চলে যায়। বাবার কাছ থেকে টাকা চাইতে হয় না । আমাদের সংবাদদাতা তখন তাদেরকে বলে তোমাদের কিভাবে চিনবে তারা , তার উত্তরে সেই একটি কথাই বলল আমাদের চোখের ইশারাই যথেষ্ট দাদা । এই উত্তর শুনে আমরা তখন তাকে ফের একবার প্রশ্ন করি, কবে ছাড়ছো এসব, আর ষে প্রত্যুত্তরে জানায় যবে চাকরি পাবো দাদা ,
প্রসঙ্গত, এই খবরটি যারা পড়েছেন তারা একবার জন্যই এদিকে যাবেন না , কারন এসব নেশা সিগারেটের নেশা থেকে মারাত্মক । একটা কথাই মনে নিয়ে চলবেন পৃথিবীতে এসেছেন ঈশ্বর কাউকে না কাউকে পাঠিয়েছে আপনাদের জন্য । অপেক্ষায় থাকুন একদিন নিশ্চয়ই পাবেন ।
#কলকাতা সেন্ট্রাল পার্ক
ছবি – গুগুল ইন্ডিয়া